পপুলার২৪নিউজ ডেস্ক:
চলমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া একটি ভিডিও প্রকাশ করেছে, যা নিয়ে তোলপাড় চলছে।
এতে দেখানো হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের একটি শহরে আঘাত হেনে তা ধ্বংস করে দিয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম দ্বিতীয় সুং এর সম্মানে গত রোববার আয়োজিত এক মিউজিক্যাল শোতে ওই ভিডিওটি প্রদর্শিত হয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের একটি শহরে উড্ডীয়মান পতাকাকে আঘাত করলে তাতে আগুন ধরে ধ্বংস হয়ে যায়।
মার্কিন পতাকা ধ্বংসের সময় হলভর্তি সামরিক বাহিনীর উচ্চপদস্থরা হর্ষধ্বনি দিতে থাকেন। তাদের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও ভিডিওটি উপভোগ করেন।
এমন এক সময় ভিডিওটি প্রকাশ করল, যখন ষষ্ঠ দফা পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।
বিশ্লেষকদের ধারণা, ভিডিওটির ফলে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরেক ধাপ বৃদ্ধি পাবে।
তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের ভিডিও প্রকাশ এই প্রথম নয়। ২০১৩ ও ২০১৬ সালেও তারা এমন ভিডিও প্রকাশ করেছিল।