মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান, ইরানের পক্ষে রাশিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক :

ইরানের বিরুদ্ধে নতুন করে আরোপ করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ নিষেধাজ্ঞা অবৈধ আখ্যায়িত করে ইরানের সঙ্গে বাণিজ্য জোরদার করার ঘোষণা দিয়েছে দেশটি। খবর আল-জাজিরার।

বৃটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেন, সোমবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধের ঘোষণা দিয়েছে আমরা সেটা মানি না। আমরা ইরানকে সমর্থন করব এবং দেশটির সঙ্গে বাণিজ্য বাড়াব।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের ওপর নতুন করে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে ২০১৫ সালে পরমাণুচুক্তি হওয়ার আগে দেশটির ওপর যেসব নিষেধাজ্ঞা ছিল সেসব নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা মোকাবেলা করে আমরা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার উপায় বের করতে পারব।

২০১৪ সাল থেকে ইরান-রাশিয়া তেল বাণিজ্য অব্যাহত রয়েছে। রাশিয়া ইরানের কাছ থেকে তেল কিনে তা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে । বিনিময়ে ইরান রাশিয়া থেকে তাদের প্রয়োজনীয় পণ্য আমদানি করে।

পূর্ববর্তী নিবন্ধতফসিল পেছাতে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি
পরবর্তী নিবন্ধআমরা কোনো তালিকা নিয়ে সংলাপে যাব না: এরশাদ