পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে এসব দেশে জন্ম নেয়া ‘ইসরাইলী ইহুদিরা’ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
মঙ্গলবার তেলআবিবের মার্কিন দূতাবাস এ কথা জানিয়েছে। এএফপি।
গত শুক্রবার সাত মুসলিম দেশের নাগরিকদের ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ কর এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প।
এদেশগুলো হলো ইরাক, সিরিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
তবে এ নিষেধাজ্ঞা বলবৎ করা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এমনকি সাত দেশে জন্ম নেয়া ব্যক্তিদের মধ্যে যাদের যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিকত্ব আছে তারাও দেশটিতে প্রবেশে বাধা পান।
এরমধ্যেই ইসরাইলের মার্কিন দূতাবাস জানালো, সাত দেশে জন্ম নেয়া যেসব ইহুদি ইসরাইলের নাগরিকত্ব পেয়েছেন তারা নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
এরকম ইসরাইলীর সংখ্যা এক লাখ ৪০ হাজার। এরমধ্যে ইরানী বংশোদ্ভূত ইহুদি ৪৫ হাজার এবং ইরাকী বংশোদ্ভূত ৫৩ হাজার। তাদের বেশির ভাগেরই বয়স ৬৫ বছরেরও বেশী।
এসব ইহুদিদের পাসপোর্টে তাদের জন্মের স্থান হিসেবে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর কথা উল্লেখ আছে। তবে তাদেরে অনেকেরই জন্মভূমির নাগরিকত্ব নেই।
নিষিদ্ধ সাত দেশের ইহুদিরা ট্রাম্পের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত কি না তা যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছিল ইসরাইল সরকার।
এর জবাবে ইস্যু করা এক বিবৃতিতে তেলআবিবের মার্কিন দূতাবাস জানায়, ‘ইসরাইলী পাসপোর্টধারী যেসব ব্যক্তির মার্কিন ভিসা আছে তারা ইরাক, সিরিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনে জন্ম নিলেও তাদের ভিসা বাতিল হবে না, তাদের ভিসার মেয়াদ বহাল থাকবে।’