মার্কিন নিষেধাজ্ঞার জবাবে নতুন ক্ষেপণাস্ত্র নির্মাণের ঘোষণা ইরানের

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ইরান আরও ক্ষেপণাস্ত্র ও ব্যাপক বিধ্বংসী অস্ত্র নির্মাণ করছে, এমন অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। তবে এ পদক্ষেপে দমে না গিয়ে বরং নতুন একটি ক্ষেপণাস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। এতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরও অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের ঘোষণা দেওয়া হয় শনিবার। এদিন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হোসেইন দেহঘান এক অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র বানানোর জন্য নতুন এ উৎপাদন লাইনের ঘোষণা দেন।

ইরানের নতুন সাযযাদ থ্রি নামের ক্ষেপণাস্ত্রটি ২৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠতে এবং ১২০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে বলে দেহঘান জানিয়েছেন।   এটি যুদ্ধবিমান, অজ্ঞাত উড়ন্ত যান, ক্রুজ ক্ষেপণাস্ত্র কিংবা হেলিকপ্টারের মত লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে পারবে বলে জানিয়েছেন তিনি। সূত্র : রয়টার্স।

পূর্ববর্তী নিবন্ধশতভাগ পাস ৫৩২টি প্রতিষ্ঠানে, সবাই ফেল ৭২ প্রতিষ্ঠানে
পরবর্তী নিবন্ধঅর্ধেক বয়সী হিরোইনের সঙ্গে নাসিরউদ্দিন শাহর রোমান্স