মার্কিন নির্বাচনে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি

আগামী মার্কিন নির্বাচনে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল রিপাবলিকান থেকে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারেন জাতিসংঘে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী নিকি হ্যালি। অগ্নিকাণ্ডে লণ্ড-ভণ্ড ক্যালিফোর্নিয়া সফরে গিয়ে শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা হ্যালির নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।

দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত রয়েছেন। ২০২০ সালের নির্বাচনে তার সঙ্গী হিসেবে ভাইস প্রেসিডেন্টের পদে নিকি হ্যালিকে দেখা যেতে পারে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নির্বাচনে অংশ নেয়াটা নিশ্চিত নয়।

জাতিসংঘে রাষ্ট্রদূতের পদ থেকে সম্প্রতি সরে দাঁড়ানো নিকি হ্যালি যদি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করেন; তাহলে তিনি অনেকগুলো প্রথম হওয়ার রেকর্ড গড়বেন। এরমধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নেয়া প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নারী হবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে রোহিঙ্গা শিবিরে অভিযান, পুলিশের গুলি
পরবর্তী নিবন্ধকন্যা সন্তানের মা হলেন নেহা ধুপিয়া