মায়ের কোলে থাকা ছোট্ট শিশুটি একজন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক:

শিরোনাম ও ছবি দেখে হয়তো অনেকে আঁচ করতে পেরেছেন, মায়ের কোলে থাকা ছোট্ট শিশুটি কে! তবে যারা এখনও চিনতে পারেননি, তারা কিছুটা ধৈর্য ধরে রাখুন।

ছবিটিতে মায়ের চেহারার সঙ্গে কোনো এক অভিনেত্রীর চেহারায় মিল খুঁজে পেয়েছেন হয়তো অনেকে। আরেকটু জানিয়ে রাখা যায়, এই অভিনেত্রী পর্দার একজন অত্যন্ত জনপ্রিয় মুখ। তার অভিনয় দক্ষতার পাশাপাশি রূপ-লাবণ্যও মন কাড়ে দর্শকের।

ছোট পর্দায় প্রায় এক দশক ধরে দাপট ধরে রেখে সাম্প্রতিক সময়ে পরপর বড় পর্দায় কাজ করেছেন এই অভিনেত্রী। বলা বাহুল্য, তিনি এতটাই সফল যে, তার অভিনীত ছবি ঘুরে বেরিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

বেশ কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্কে পূর্ণতা পান। পরিচালক স্বামীকে নিয়ে এখন এক সুখী দম্পতি তারা।

বলছিলাম অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর কথা। মায়ের সঙ্গে সেই ছোট্ট একরত্মির কেটে গেছে এক দীর্ঘ সময়; আর এ সময়ের মধ্যে তার পুরো সাফল্যের গল্পকথাই উল্লেখ করা হয়েছে।

হঠাৎই সামাজিক মাধ্যমে মেহজাবীনের ছোটবেলার একটি ছবি ভাইরাল হয়। আর তাতেই অনুরাগীদের মাঝে ছড়িয়ে যায় কৌতূহল। এক দেখাতে অনেকে চিনতে না পারলেও অভিনেত্রীর অনুরাগীরা ঠিকই চিনে নিয়েছেন। তবে মায়ের সঙ্গে চেহারায় মিল থাকায় অনেকের বিষয়টি আঁচ করতে সময় লাগেনি।

গত ২৩ ফেব্রুয়ারি দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন মেহজাবীন চৌধুরী। পরিচালক রাজিব আল আদনানকে বিয়ে করে এখন সুখের দাম্পত্য তাদের। বিয়ের কয়েকমাসের মাথায়ই জানান এক সুখবর!

আর সেই সুখবর গত ৯ মার্চ নিজে থেকে ভাগ করে নেন অভিনেত্রী। জানান, তার অভিনীত সিনেমা ‘সাবা’ ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে।

পূর্ববর্তী নিবন্ধজুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নামবে
পরবর্তী নিবন্ধহামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর মরদেহ উদ্ধার