মামুনের অর্থপাচার মামলা ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা অর্থপাচার মামলা চার মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। মামুনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

পরে খুরশীদ আলম খান যুগান্তরকে বলেন, ২০১১ সালে হওয়া এই অর্থপাচার অভিযোগের মামলা ঢাকার বিশেষ জজ আদালত–৩ এ বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, এ মামলায় আসামিপক্ষ কয়েকজন সাক্ষীর পুনরায় জেরা চেয়ে আবেদন করেছিলেন। হাইকোর্টে তাদের আবেদন খারিজের পর আপিল বিভাগে আবেদন করেন তারা। আজ আপিল বিভাগ তাদের আবেদন মতে সাক্ষীর পুনরায় জেরা করার অনুমতি দিয়েছেন। একই সঙ্গে মামলাটি বিচারিক আদালতে চার মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধঘুষসহ নৌ-পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী আটক
পরবর্তী নিবন্ধপহেলা বৈশাখে ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে