পপুলার২৪নিউজ প্রতিবেদক :
রাজনৈতিক নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের সঙ্গে নির্বাচনী পরিবেশের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম জিয়া নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের আবদার যেন কানে না শুনেন। আমি তাকে (খালেদা জিয়া) বলতে চাই, আওয়ামী লীগের কোনও মামা বাড়ির আবদার নেই, সেটা বিএনপির থাকতে পারে।
তিনি আরও বলেন, আবদার আমরাও করবো না, আপনারাও করবেন না। নির্বাচন কমিশন কারো আবদার শুনবেন না, তারা সংবিধান অনুযায়ী নির্বাচন দিবেন।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য তারা এখন মামলা প্রত্যাহারের কথা বলছেন। কিন্তু আমাদের একজন এমপি কারাগারে, আমরা ক্ষমতায় থাকাবস্থায় তার ছয় মাসের দণ্ড হয়ে গেছে। দু’তিন জন মন্ত্রী নিয়মিত কোর্টে হাজিরা দিচ্ছেন। আমরা তাহলে তাদের মামলা প্রত্যাহার করতে বলবো না? মামলা প্রত্যাহারের সাথে নির্বাচনের পরিবেশের সম্পর্ক নেই।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।