মানুষের আহাজারিতে ভারী গুলিস্তান

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত অন্তত ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

এ ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।

হতাহত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘটনাস্থল। বহু মানুষ হতাহত হয়েছেন। ভবনের ভেতরে অনেক মানুষ এখনো আহত পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

 

পূর্ববর্তী নিবন্ধগুলিস্তানে ভবনে বিস্ফোরণ, ১ জন নিহত, আহত ৪০
পরবর্তী নিবন্ধঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের শ্রদ্ধা