মানিকছড়িতে ষষ্টশ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগ,ধর্ষক আটক

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:
জেলার মানিকছড়ির হাজিপাড়ার মানিকছড়ি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রীকে গচ্ছাবিল এলাকার হুমায়নের ছেলে এক সন্তানের জনক মো: হানিফ(২৬) জোর পূর্বক ঐ স্কুল ছাত্রীকে ধর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে।
১১জুন রাত বখাটে হুমায়ন মেয়েটিকে তার বাড়ীর পাশে জোর পূর্বক ঐ স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করেন। আজ ১২জুন সকালে ধর্ষককে আটক করা হয়েছে।
পুলিশ অভিযুক্ত হুমায়নকে আটক করেছে। মানিকছড়ি থানা ওসি তদন্ত মুহাদ্দ আলী জানান অভিযুক্তর বিরোদ্ধে মামলার প্রম্তুতি চলছে।

 

পূর্ববর্তী নিবন্ধ‘তুমি আমার স্বামী, আমি গর্বিত’
পরবর্তী নিবন্ধভিসির কার্যালয় ভাঙচুরের ঘটনায় নাশকতার মামলা