আলমগীর হোসেন, খাগড়াছড়ি:
জেলার মানিকছড়ির হাজিপাড়ার মানিকছড়ি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রীকে গচ্ছাবিল এলাকার হুমায়নের ছেলে এক সন্তানের জনক মো: হানিফ(২৬) জোর পূর্বক ঐ স্কুল ছাত্রীকে ধর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে।
১১জুন রাত বখাটে হুমায়ন মেয়েটিকে তার বাড়ীর পাশে জোর পূর্বক ঐ স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করেন। আজ ১২জুন সকালে ধর্ষককে আটক করা হয়েছে।
পুলিশ অভিযুক্ত হুমায়নকে আটক করেছে। মানিকছড়ি থানা ওসি তদন্ত মুহাদ্দ আলী জানান অভিযুক্তর বিরোদ্ধে মামলার প্রম্তুতি চলছে।