মানিকগঞ্জে সমন্বিত সরকারি অফিস ভবনে বিএইচবিএফসি’র কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে সমন্বিত সরকারি অফিস ভবনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর গৃহঋণ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি, বুধবার বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান নতুন এ অফিস ভবনে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। একই ভবন থেকে জেলার সব গুরুত্বপূর্ণ সরকারি সেবা বিতরণের লক্ষ্যে সরকার এ সমন্বিত সরকারি অফিস ভবন প্রকল্প বাস্তবায়ন করছে।

এ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলায় নব নির্মিত এ ভবনে বিএইচবিএফসি অফিস-স্পেস বরাদ্দ পায়। নতুন এ ভবনে দাপ্তরিক কাজের উদ্বোধনকালে যুগান্তকারী এ প্রকল্প বাস্তবায়নের জন্য বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। এ সময় বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম, প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা প্রয়োজন
পরবর্তী নিবন্ধপদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান আফজাল করিম