মানিকগঞ্জে করোনায় নতুন করে আক্রান্ত ৯৪, শনাক্তের হার ৫০ শতাংশ

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৮৫টি নমুনার প্রাপ্ত রিপোর্টে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ৫০ দশমিক ৮১ শতাংশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডাক্তার কনক মাশরাফি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৫টি নমুনার প্রাপ্ত ফলাফলে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৩৭ জন, শিবালয় উপজেলায় ১৬ জন, হরিরামপুর উপজেলায় ১২ জন, দৌলতপুর উপজেলায় ১০, সিংগাইর উপজেলায় ৯ জন, সাটুরিয়া উপজেলায় ৭ জন ও ঘিওর উপজেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৭ জন।

এর মধ্যে ৮ হাজার ১২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধশাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না : শবনম বুবলী
পরবর্তী নিবন্ধদেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৪০