নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর দিকনির্দেশনা ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়ে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মানবিক কর্মকাণ্ড করাই আওয়ামী লীগের চরিত্র।
সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় করোনা প্রতিরোধ ও সুরক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ কোনো লোক দেখানো কাজ করে না। মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে। মানুষের পাশে দাঁড়ানোই হলো আওয়ামী লীগের শিক্ষা ও নীতি। আর বিএনপি নেতারা নামমাত্র সাহায্য করে লোক দেখানোর জন্য ফটোসেশন করে। বিএনপির ন্যূনতম মানবিক মূল্যবোধ নেই।
তিনি বলেন, আওয়ামী লীগের মানবিক কর্মকাণ্ড দেখে বিভিন্ন সংগঠন মানবিক কাজে উদ্বুদ্ধ হয়েছে। এই মানবিক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ দেশের জনগণের আস্থা অর্জন করে জনপ্রিয় দল হয়েছে।
মতিয়া চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কতটা মানবিক সেই প্রমাণ তিনি বারবার দিয়েছেন। আপনারা দেখেছেন যখন রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়ে বাঁচার সুযোগ করে দেন। শেখ হাসিনা তাদের দেখতে গিয়ে অশ্রুসিক্ত হয়েছেন। তাদের জড়িয়ে ধরেছেন। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া সেখানে গিয়ে ফটোসেশন করে ফিরে এসেছিলেন।
ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহ সভাপতিত্বে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।