মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম

সাবেক সিনিয়র সচিব বেগম নাছিমা বেগমকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে সার্বক্ষণিক সদস্য এবং আরও ছয়জনকে কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

অবৈতনিক সদস্যারা হচ্ছেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট তৌফিকা আফতাব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম জেসমিক আরা বেগম, মিজানুর রহমান খান এবং সাবেক সচিব ড. নমিতা হলদার।

উল্লেখ্য, ৭০ বছর পূর্ণ হওয়ায় গত ৩০ জুন ছিল মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের শেষ কর্মদিবস। কাজী রিয়াজুল হক ও কমিশনের সদস্যরা নিয়োগ পেয়েছিলেন ২০১৬ সালের ৩ আগস্ট।

পূর্ববর্তী নিবন্ধ১৭ আগস্টে বোমা হামলা : পাঁচ জেএমবির ১২ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবশেমুরবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চবিতে মানববন্ধন