মানবতার সেবায় কে সি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: কে.সি. ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়ন ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বৃহত্তর উত্তরাসহ ঢাকা ১৮ সংসদীয় আসনের ১৪ টি ওয়ার্ডে দীর্ঘদিন থেকে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি নিপা গ্রুপের মালিক আলহাজ্ব মোহাম্মদ খসরু চৌধুরী ও বৃহত্তর উত্তরার গার্মেন্টস মালিকদের অর্থায়নে করোনা ভাইরাসের মহামারীর কারণে ও রমজান উপলক্ষে দুস্থ, দরিদ্র, শ্রমজীবী ও কর্মহীন মানুষদের মাঝে ব্যাপক পরিমাণের খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি নিয়েছেন।

এ ব্যাপারে কে.সি. ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খসরু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ঢাকা ১৮ সংসদীয় আসনের ১৪ টি ওয়ার্ডের প্রকৃত গরীব ,দুস্থ ,কর্মহীন মানুষের মাঝে প্রায় ১০,০০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে । কে.সি .ফাউন্ডেশনের পরিচালনায় কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক গণ প্রতিটি ওয়ার্ডের দরিদ্র মানুষদের কে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিবেন ।

তিনি কে.সি. ফাউন্ডেশন এর কর্মকর্তা-স্বেচ্ছাসেবকদের কে নির্দেশ দিয়েছেন, অনেকে আর্থিক অসুবিধা আছে অথচ সাহায্য চাইতে লজ্জাবোধ করেন এ ধরনের ব্যক্তিবর্গ যোগাযোগ করে থাকলে গোপনে তাদের কে যেন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোন ব্যক্তি যেন না খেয়ে মারা না যায় তাই আমরা এ ব্যাপারে ব্যাপক সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছি এবং অন্যান্য সামর্থবান ব্যক্তিদের কে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধতুরস্ক থেকে ফিরলেন ২০ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধবগুড়া জেলা লকডাউন