মাধুরীকে ‘কটূক্তি’, নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ‘পতিতা বা বেশ্যা’ বলার অভিযোগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয় বিদেশি ওয়েব সিরিজ ‘দ্য বিগ ব্যাং থিওরি’-এর একটি এপিসোডে মাধুরী দীক্ষিতকে ‘বেশ্যা’ বলে মন্তব্য করায় আইনি নোটিশ পাঠিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার।

আইনি নোটিশের একটি কপি টুইটারে শেয়ার করেছেন মিঠুন। তাতে তিনি দাবি করেন— ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডে একটি দৃশ্যে দুটি চরিত্রের কথোপকথন। তার মধ্যে জিম পারসন্স বলেন, ‘ঐশ্বরিয়া গরীবের মাধুরী দীক্ষিত।’ এ কথা শুনে আরেক চরিত্র রূপায়নকারী কুনাল বলেন, ‘ঐশ্বরিয়া দেবী আর মাধুরী দীক্ষিত বেশ্যা।’

 

মিঠুন বিজয় কুমার বলেন, ‘আমি ছোটবেলা থেকেই মাধুরীর ভক্ত। এ ধরনের মন্তব্য আমাকে দারুণভাবে আহত করেছে। এ ধরনের মন্তব্য যেকোনো নারীর জন্য অত্যন্ত অপমানজনক এবং সম্মানহানিকর। এজন্য আমি আমার আইনজীবিকে নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে এপিসোডটি সরিয়ে ফেলার অনুরোধ করেছি। যদি এই এপিসোড সরানো না হয়, তাহলে কড়া পদক্ষেপ নেব। কারণ এ ধরনের উক্তি সামাজিক অবক্ষয় বাড়ায়।’

তবে এ বিষয়ে এখনো কোনোরকম প্রতিক্রিয়া জানাননি মাধুরী দীক্ষিত।

 

পূর্ববর্তী নিবন্ধউরফির পোশাক দেখে চমকে গেলেন সানি লিওন
পরবর্তী নিবন্ধপূবালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত