মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আটক

জেলা প্রতিনিধি

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি। আজ সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বিজিবির কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন বিবিরবাজার আইসিপি–সংলগ্ন সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করায় ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম শাহাবুদ্দিন আহমেদ মোল্লা (৬৫) বলে জানিয়েছেন। পরে জানা গেছে, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। তাঁর সঙ্গে পাসপোর্ট ও ভিসা ছিল না। অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধতিন বছরের প্রণয়কে পরিণতি দিলেন অদিতি-সিদ্ধার্থ
পরবর্তী নিবন্ধসাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ডিএমপিতে হস্তান্তর