জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ
মাদারীপুরে কালকিনি উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম নাদিরা বেগম (৪০)।
শনিবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়ার পথে তিনি মারা যান।
নাদিয়া উপজেলার পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের আলমগীর মোড়লের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুজ্বর নিয়ে গৃহবধূ নাদিরা বেগমকে গত তিনদিন আগে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শনিবার ভোরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ছাড়া গত সোমবার ডেঙ্গুজ্বরে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামাড়া গ্রামের বারেক বেপারীর বড় ছেলে জুলহাস বেপারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বর্তমানে কালকিনি হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খাদিজা ও বিথী আক্তারসহ চারজন ভর্তি রয়েছেন।
এ ব্যাপারে কালকিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রেজাউল করিম বলেন, গৃহবধূ নাদিরা বেগম ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়।