মাদক সেবনে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে মাদক সেবনে বাধা দেওয়ায় আবুল কাশেম (৫২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীয়াং বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য। তিনি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

অভিযুক্ত মাদকাসক্ত রাজিব হোসেন (৩০) উপজেলার এইক ইউনিয়নের শ্রীয়াং দক্ষিণ পাড়ার মৃত শহীদুল্লাহর ছেলে।

মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কবির হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাজিব হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত ও মদক বিক্রয় করে আসছিলেন। দুইদিন আগে বিষয়টি নিয়ে ইউপি সদস্য আবুল কাশেম তাকে সতর্ক করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজিব হোসেনের সঙ্গে শ্রীয়াং বাজারের দেখা হয় ইউপি সদস্য আবুল কাশেমের। একে অপরের সঙ্গে কথা বলার এক পর্যায়ে রাজিব উত্তেজিত হয়ে দা দিয়ে মেম্বার আবুল কাশেমের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজিব হোসেনকে আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকার কারও চাপে নেই : ড.মোমেন
পরবর্তী নিবন্ধএস কে সুর, তার স্ত্রী ও কন্যার ব্যাংক হিসাব তলব