মাদকসেবনের অভিযোগে তরুণকে ৬ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

মাদকসেবন করায় চট্টগ্রামের সাতকানিয়ায় মো. ওসমান গনি বাবু (১৯) নামে এক তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

দণ্ডিত ওসমান গণি বাবু মির্জাখীল সাইরতলী গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে মির্জাখীল বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ওসমান গনি বাবুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা, ২০০ এমএল চোলাই মদ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকের পর ওসমান গনি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এসময় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করে আসামিকে সাজা পরোয়ানামূলে চট্টগ্রাম কারাগারে পাঠানোর জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধদেশের অর্থনীতি ঠিক পর্যায়ে আছে: অর্থমন্ত্রী