মাতৃভাষা দিবস স্মারক মুদ্রার দাম বাড়লো ৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এই স্মারক মুদ্রা ৫০ হাজার টাকায় বিক্রি হবে। এতোদিন এটি ৪৫ হাজার টাকায় বিক্রি হতো। বাজারে সোনার দাম বাড়ায় এই স্মারক মুদ্রার দাম বাড়ানো হয়েছে বলে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০০ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পূনঃনির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা এবং দুটির মূল্য ৯০ হাজার টাকার পরিবর্তে এক লাখ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে। ২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। উক্ত সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশী হওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৫০ হাজার টাকা টাকায় পুনঃনির্ধারন করা হলো। বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫৬ হাজার ৮৬২ টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে সোনার দর বাড়ায় স্থানীয় বাজারেও এর দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সর্বশেষ ১৮ অগাস্ট প্রতি ভরি সোনার দর ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে।বেশ কিছুদিন ধরেই দফায় দফায় সোনার দর বাড়াচ্ছেন বাবসায়ীরা।

 

পূর্ববর্তী নিবন্ধচবি ফরেস্ট্রি ইনস্টটিউটের শিকক্ষর্থীরা অধ্যাদেশ পরিবর্তনের দাবিতে পরিক্ষা বর্জন
পরবর্তী নিবন্ধতাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তি দৈনিক ৪ হাজার কোটি টাকা