মাঠে ফিরেই আগুয়েরোর গোল

পপুলার২৪নিউজ ডেস্ক:
পরবর্তী মেসি হওয়ার দাবিদার বলে আলোচনায় আসা ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়াল জেসুসের চোট যেন আর্জেন্টাইন স্যার্জিও আগুয়েরোর জন্য সাপে বর হলো। জেসুসের অনুপস্থিতিতে দলের জয়ে গোল করে নিজের সামর্থ্যের জানান দিলেন আগুয়েরো।

তার সঙ্গে রাহিম স্টার্লিংয়ের নৈপুণ্য মিলে বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলের জয় এনে দিল ম্যানচেস্টার সিটিকে।

সোমবার রাতের এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গুয়ার্দিওলার দল।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় সিটি। গোড়ালির গাটে চোট পেয়ে মাঠ ছাড়েন দুই ম্যাচে তিন গোল করা জেসুস।

এর ফলে সুযোগ পেয়ে যান গত দুই ম্যাচে বেঞ্চে থাকা আগুয়েরো। তবে অতিথিদের প্রথম গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং। আগুয়েরোর করা জয়সূচক দলেও ছিল তার অবদান।

এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি। ২৫ ম্যাচে সিটির সংগ্রহ ৫২। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৬০।

৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।

পূর্ববর্তী নিবন্ধপ্লেবয়ে ফিরছে নগ্ন নারী
পরবর্তী নিবন্ধমার্কিন নিরাপত্তা উপদেষ্টার ‘রুশ সংযোগ’ খতিয়ে দেখা হচ্ছে