পপুলার২৪নিউজ ডেস্ক:
সারাদেশের মত মাগুরায় যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিনের শুরুতে সকালে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সম্মিলিত কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়। জেলা প্রশাসক মাহাবুবর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান কুচকাওয়াজের সালাম গ্রহন করেন। এই আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
এছাড়া প্রত্যুষে শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। দিনের অন্যন্য কর্মসূচির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, আলোচনাসভা ,প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ মোনাজাত।