মহৎ কাজে ডি ভিলিয়ার্সের নামে ক্যামেরা অ্যাপ

পপুলার২৪নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গেল বছরের প্রথমদিকেই অবসর নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তবে এতদিনেও ভক্তদের প্রতি তার ভালোবাসা এতটুও কমেনি। সেই তাড়না থেকে সুবিধাবঞ্চিত তরুণদের পাশে দাঁড়াতে চান তিনি।

সম্প্রতি নিজের নামে নতুন ক্যামেরা অ্যাপ বাজারে এনেছেন এবি। অ্যাপটির নাম ‘এবিডিক্যাম’। সেটি থেকে উপার্জিত অর্থ ব্যয় করবেন সুবিধাবঞ্চিতদের জন্য।

অ্যাপটি মোবাইল ফোনে ডাউনলোড করে যে যত সেলফি তুলবে, সে তত বেশি পয়েন্ট পাবে। এতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা হবে এবি ডি ভিলিয়ার্স ফাউন্ডেশনের ফান্ডে। এর পুরোটাই ব্যয় করা হবে দক্ষিণ আফ্রিকার সুবিধাবঞ্চিত তরুণদের জন্য।

সামাজিক মাধ্যম টুইটারে ডি ভিলিয়ার্সের ভক্ত-অনুসারী সংখ্যা প্রায় ৬৪ লাখ ৩০ হাজার। ইনস্টাগ্রামে সেই সংখ্যাটা প্রায় ৭০ লাখ। অভিনব উদ্যোগের খবরটি ভক্তদের জানাতে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে টুইটারে ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রিখ্যাত ৩৫ বছর বয়সী বিস্ফোরক ব্যাটসম্যান লিখেছেন, আমার সেলফি অ্যাপ এবিডিক্যাম ডাউনলোড করুন আর চ্যারিটিতে অংশ নিন।

পূর্ববর্তী নিবন্ধছেলে অর্জুনকে মূল্যবান পরামর্শ শচীন টেন্ডুলকারের
পরবর্তী নিবন্ধনিরাপদ সড়কের দাবিতে রাজধানী উত্তাল