মহালছড়িতে পিসিপি’র কাউন্সিল সম্পন্ন

আলমগীর হোসেন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মহালছড়িতে জেএসএস এমএন লারমা সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ “মহালছড়ি থানা শাখার ১০ম কাউন্সিল ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মহালছড়ি মনাটেক এলাকায় সুভাষ চাকমার সভাপতিত্বে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটি সহ-ছাত্র বিষয়ক সম্পাদক থুইহলাঅং মারমা।
এতে প্রধান অতিথি বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা লাভ করবে। পাহাড়ে বন্ধ হবে সংঘাত-প্রাণহানি। তাই জুম্মস্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুর্ণবাস্তবায়নে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন জোরদার করার আহ্বান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পিসিজেএসএস সহ-সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা, মহালছড়ি থানা শাখা পিসিজেএসএস সভাপতি নীল রনজন চাকমা, যুব সমিতি কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেধ চাকমা, সহ-সাধারণ সম্পাদক প্রতিভাস চাকমা, ঢাকা মহানগড় শাখা সাধারন সম্পাদক আম্বেদকর চাকমা প্রমূখ। পরে সুভাষ চাকমাকে সভাপতি ও পিন্টু চাকমাকে সাধারন সম্পাদক এবং ক্লিন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে যুবদলের মানববন্ধন
পরবর্তী নিবন্ধকলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছে র‌্যাব, সন্ধ্যায় অভিযান