মহানবী (সা:)-কে অবমাননার প্রতিবাদে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের পণ্য জাতীয়ভাবে বয়কটের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুওে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর আল জামিয়াতুর রহমানিয়া মাদ্রাসার মহতামিম মুফতী আবিদ আল হাসানের পরিচালনায় মাদ্রাসার মাঠ থেকে বিক্ষভ মিছিলটি বের হয়ে পার্শ্ববর্তি নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার ঘুরে এসে মুকসুদপুরের রাজার বাজারে এসে শেষ হয়।
সমাবেশে আল জামিয়াতুর রহমানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসার নাইমে মহতামিম মাওলানা সিহাব উদ্দিন, সাংবাদিক হুসাইন আহমদ কবির, মাওলানা আলী আহম্মেদসহ অন্যন্যরা।
মিছিলে মহানবী (স:) কে অবমাননা কারীদের ফাঁসির দাবীতে স্লোগান ও নানা প্লেকার্ড প্রদর্শন করা হয়। বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়নপুর রাজার বাজারে গিয়ে সমাবেশ শেষে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধশিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু
পরবর্তী নিবন্ধবৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার ছাড়াল