মহানগর নাট্যোৎসব স্থগিত

বিনোদন ডেস্ক:
আজ (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ঢাকা মহানগর নাট্যোৎসব শুরুর কথা ছিল। কিন্তু গতকাল দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। এ ঘটনা নিয়ে নিজেদের অবস্থান বর্ণনা করেছেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান।

মহানগর নাট্য পর্ষদ থেকে জানানো হয়েছে, ‘বাংলাদেশের থিয়েটার আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। কথা ছিল, শত দর্শক ও নাট্যকর্মী আজ যৌথভাবে ১৪ দিনব্যাপী ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ উদ্বোধন করবেন। এ উপলক্ষে গত দুই মাস ঢাকার ৮৫টি নাট্যদলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে, গণ–অর্থায়নে যখন উৎসবের সব আয়োজন সম্পন্ন করেছেন, ঠিক তখন আমাদের জানানো হলো, উৎসব বন্ধ করতে হবে। গতকাল বেলা ১টায় বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সঙ্গে। উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি; যদিও এ ধরনের আয়োজনের জন্য পুলিশ বা সরকারের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। আলোচনার পর ওসি সাহেব আমাদের আশ্বস্ত করেন এবং আমরা নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়ে চলে আসি।

ঢাকা মহানগর নাট্য পর্ষদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘থানায় নিরাপত্তা সহযোগিতা চেয়ে আবেদনপত্র জমা দিয়ে আসার কিছুক্ষণ পর একটি মব থানার মধ্যে ঢুকে একরকম হুমকির স্বরে গালাগালসহ মহিলা সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাকে উৎসব বন্ধ করার জন্য চাপ দেয়। এমন পরিস্থিতিতে মহিলা সমিতির কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার কথা ভেবে রাতেই মৌখিকভাবে আমাদের হল বরাদ্দ বাতিল করে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল (১৪ ফেব্রুয়ারি) রাতে কে বা কারা অন্ধকারে মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তন থেকে উৎসবের সাজসজ্জা খুলে নিয়ে যায়। এরপরও নাটকের স্বার্থে আমরা ওসির সাথে আলোচনা করি। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রমে ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হচ্ছি।’

নাট্যকর্মী ও নাট্যপ্রেমীদের উদ্দেশে লেখা হয়েছে, ‘নাট্যশিল্পী আমাদের পরিচয় হলেও আমরা রাজনৈতিক সচেতন মানুষ। কিন্তু আমরা যখন থিয়েটারে আসি, তখন আমাদের পরিচয়, আমরা শিল্পী। দলমতের ঊর্ধ্বে উঠে নাটকের মাধ্যমে আমরা মানুষের কথা বলি। আজকের এই অনাকঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আশাবাদী, ঈদের ছুটির পর আবারও আমরা আসব নাটক নিয়ে আপনাদের সামনে। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। কারণ, দর্শকেরাই আমাদের স্বজন, দর্শকেরাই আমাদের প্রেরণা। ভালো থাকবেন। দেখা হবে থিয়েটারে।’

এ প্রসঙ্গে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ রানা গণমাধ্যমকে আজ বিকেলে বললেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’

‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’-এই প্রতিপাদ্য ছিল এবারের নাট্যোৎসবের। থিয়েটার চর্চায় গতিশীলতা আনতে, নাট্যদলগুলো ও নাট্যকর্মীদের উজ্জীবিত করতে এবং দর্শকদের উপস্থিতি বৃদ্ধিতে ঢাকা মহানগরে থিয়েটার চর্চারত নাট্যদলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। তাদের আয়োজনে ৮৫টি নাট্যদলের নাটক নিয়ে ঢাকার ৫টি মিলনায়তনে এ নাট্যোৎসবের শুরুর কথা ছিল।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মের প্রেমের ভাষা: জেন-জি রোমান্স ডিকশনারি
পরবর্তী নিবন্ধকী এমন আছে চীনের সর্বকালের সেরা সিনেমায়