মহাকাশে উম্মোচিত হলো বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক : রাজকীয় ভঙ্গিমায় মহাশূন্যে উন্মোচিত হল ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। আইসিসি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করেছে। এ মাঠেই বিশ্বকাপ ফাইনাল হবে।

আইসিসি বলছে, এবারের ট্রফি ট্যুরটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড়। আগামী অক্টোবর-নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ট্রফিটি ঘুরে আসবে ১৮টি দেশ। ২৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ভারতের বিভিন্ন শহর ঘুরবে বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশে আসবে আগামী ৭ আগস্ট, থাকবে ৯ আগস্ট পর্যন্ত।

এবারের ট্রফি ঘুরবে কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালির মতো দেশেও। আইসিসির আশা, এ ট্রফির সংস্পর্শে আসবেন প্রায় ১০ লাখ সমর্থক। আগামী ৪ সেপ্টেম্বর আয়োজক ভারতে ফিরে যাবে ট্রফিটি।

ট্রফি উন্মোচিত হয়ে গেলেও বিশ্বকাপের সূচি এখনও প্রকাশিত হয়নি। একাধিক রিপোর্ট অনুযায়ী, আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি প্রকাশিত করতে পারে আইসিসি। যদিও বিষয়টি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

কবে বিশ্বের কোন দেশে থাকবে বিশ্বকাপ ট্রফি?
১) ২৭ জুন থেকে ১৪ জুলাই: ভারত।
২) ১৫ জুলাই থেকে ১৬ জুলাই: নিউজিল্যান্ড।
৩) ১৭ জুলাই থেকে ১৮ জুলাই: অস্ট্রেলিয়া।
৪) ১৯ জুলাই থেকে ২১ জুলাই: পাপুয়া নিউগিনি।
৫) ২২ জুলাই থেকে ২৪ জুলাই: ভারত।
৬) ২৫ জুলাই থেকে ২৭ জুলাই: আমেরিকা।
৭) ২৮ জুলাই থেকে ৩০ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ।
৮) ৩১ জুলাই থেকে ৪ আগস্ট: পাকিস্তান।
৯) ৫ আগস্ট থেকে ৬ আগস্ট: শ্রীলঙ্কা
১০) ৭ আগস্ট থেকে ৯ আগস্ট: বাংলাদেশ।
১১) ১০ আগস্ট থেকে ১১ আগস্ট: কুয়েত।
১২) ১২ আগস্ট থেকে ১৩ আগস্ট: বাহারিন।
১৩) ১৪ আগস্ট থেকে ১৫ আগস্ট: ভারত।
১৪) ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট: ইতালি।
১৫) ১৯ আগস্ট থেকে ২০ আগস্ট: ফ্রান্স।
১৬) ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট: ইংল্যান্ড।
১৭) ২৫ আগস্ট থেকে ২৬ আগস্ট: মালয়েশিয়া।
১৮) ২৭ আগস্ট থেকে ২৮ আগস্ট: উগান্ডা।
১৯) ২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট: নাইজেরিয়া।
২০) ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকা।

 

পূর্ববর্তী নিবন্ধমূল্যস্ফীতির যন্ত্রণা কমাতেই ৫ শতাংশ বেতন বৃদ্ধি : পরিকল্পনামন্ত্রী
পরবর্তী নিবন্ধআজ পবিত্র হজ