মসজিদে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ অস্বীকার সৌদির

পপুলার২৪নিউজ ডেস্ক:
কাতারের নাগরিকদের মক্কার মসজিদ আল-হারামে ঢুকতে না দেয়ার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।

হজ পালন করতে কাতারের নাগরিকরা সৌদি গেলেও তাদের মক্কায় মসজিদ আল-হারামে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করছে দেশটির মানবাধিকার কমিশন।সিনহুয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে জিনিউজ।

সিনহুয়ার খবরে বলা হয়, গত শুক্রবার কাতারের ২০৬ জন নাগরিক ওমরাহ পারন করতে সৌদি যায়। তারা মক্কায় মসজিদ আল-হারামেও প্রবেশ করে।

কাতারের নাগরিকদের মক্কায় মসজিদ আল-হারামে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে রোববার আল আরাবিয়াসহ অনেক গণমাধ্যমে খবর প্রকাশ পায়।

ওই খবরে কাতারের মানবাধিকার কমিশনের উদ্ধৃতি দিয়ে অনেক নাগরিককে মক্কায় ঢুকতে দেয়া হয়নি বলে জানানো হয়।

মিশরে মুসলিম ব্রাদারহুড ও ফিলিস্তিনের হামাসকে সাহায্য করা এবং ইরানের সঙ্গে গভীর সম্পর্কের অভিযোগ এনে গত সোমবার সৌদি আরব ও তার মিত্ররা কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে।

ওই ঘটনার জের ধরে কাতারের নাগরিকদের মক্কায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় বলে অভিযোগ করে আসছে কাতার।

পূর্ববর্তী নিবন্ধটসে হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
পরবর্তী নিবন্ধদোয়ারাবাজারে মাস্টার রোলে মৃত ব্যক্তি