মলমূত্র ছড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়ার সৈকতে

পপুলার২৪নিউজ ডেস্ক:
10অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে শুরু হয়েছে নতুন এক সমস্যা। সেখানকার জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোতে বিষ্ঠা ছড়িয়ে পড়েছে।
আর জনস্বাস্থ্যের প্রতি এই হুমকির জন্য মেলবোর্ন শহরের আশেপাশে মোট ৩৬টি সৈকতের মধ্যে ২১টিকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে সে দেশের পরিবেশ রক্ষা দপ্তর।

এই দুষিত জলের মধ্যে রয়েছে নানা ধরনের জীবাণু, যা বিশেষভাবে শিশু কিংবা বয়োবৃদ্ধদের স্বাস্থ্যের জন্য হানিকারক হতে পারে বলে সরকারি কর্মকর্তারা বলছেন। সমস্যাটা শুরু হয়েছে আবহাওয়ার কারণে। অস্ট্রেলিয়াতে এখন ঝড়ের মৌসুম। ঝড়ের সময় বৃষ্টিপাত বেশি হলে শহরের স্টর্ম স্যুয়ারগুলো উপচে পড়ে এবং সব আবর্জনা নিয়ে ফেলে সমুদ্রে।

পাখি, ঘোড়া, মানুষ সব ধরনের বিষ্ঠা সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছে, পরিবেশ দপ্তরের কর্মকর্তা ড. অ্যান্টনি বক্সশ্যাল অস্ট্রেলিয়ার সরকারি রেডিও এবিসিকে বলেন, শহরের রাস্তা থেকে ধুয়ে মুছে যা নেমে যায়, তাই ফিরে আসে সৈকতে স্টর্ম স্যুয়ারের মাধ্যমে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয় দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সী বিচে যাওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে হবে মেলবোর্নবাসীকে।

পূর্ববর্তী নিবন্ধটিউশন ফির বিপরীতে ভ্যাট আদায় অবৈধ ঘোষণার রায় স্থগিত
পরবর্তী নিবন্ধদুপুরে মাঠে নামছে টাইগাররা