স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জ্বরে ভাসছে গোটা বিশ্ব। চলছে হিসাব-নিকাশ। বসে নেই বিশ্বসেরা কোচেরাও। এরই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো। বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের মধ্যে থেকে বিশ্লেষণ করে তিনি ৪টি দল বাছাই করেছেন, যারা বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে।
জাতিতে পর্তুগিজ মরিনহোর এই সংক্ষিপ্ত তালিকায় রয়েছে তার নিজ দেশ পর্তুগাল। তবে নেই তারকা সমৃদ্ধ স্পেন, ফ্রান্স কিংবা বেলজিয়ামের মতো ইউরোপীয় দেশের নাম। ছোট তালিকায় রাখেননি যে দেশে কোচিংয়ে রয়েছেন সেই ইংল্যান্ডকেও। তার তালিকায় অবশ্য রয়েছে দুটি ইউরোপের দেশ, বাকি দুটি লাতিন আমেরিকার। পর্তুগালের পাশাপাশি ইউরোপের অন্য দেশটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। লাতিন আমেরিকার মধ্যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।