পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জীবদ্দশায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ উল্লেখযোগ্য অনেক পুরস্কার ও সম্মাননাই পেয়েছিলেন খ্যাতিমান পরিচালক চাষী নজরুল ইসলাম। কিন্তু দু’ বছর আগে তিনি মারা যাবার পর তাকে খুব কমই স্মরণ করা হয়েছে। তবে এবার এই খ্যাতিমান পরিচালককে মরণোত্তর সম্মাননা দেবার মাধ্যমে স্মরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশের চলচ্চিত্রের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২৯ এপ্রিল বিকেলে বিএফডিসির ৭নং ফ্লোরে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে চাষী নজরুল ইসলামকে মরণোত্তর এই সম্মাননা দেয়া হবে। চাষী নজরুল ইসলামের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন তার স্ত্রী জোসনা কাজী। অনুষ্ঠানটির আয়োজক লাল সবুজের দল (ব্যান্ড)।
এ প্রসঙ্গে দলটির প্রতিষ্ঠাতা কণ্ঠশিল্পী এসএম শফি বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর চাষী নজরুল ইসলামই প্রথম নির্মাণ করেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। ১৯৭২ সালে এই চলচ্চিত্রটি মুক্তি দেয়ার মাধ্যমে পরিচালক হিসেবে চাষী নজরুল ইসলাম আত্মপ্রকাশ করেন। এরপর তিনি দেবদাস, শুভদা, হাঙর নদী গ্রেনেড, শাস্তি, সুভাসহ অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী ছবি দর্শকদের উপহার দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পরিচালক হিসেবে কাজ করেছেন। দেশীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য এবার আমরা তাকে মরণোত্তর সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছি। যে এফডিসির সঙ্গে ছিল তার আত্মার সম্পর্ক, সেই এফডিসিতে তাকে এই সম্মান জানাতে পারবো বলে আমরাও গর্ববোধ করছি। ’
জানা গেছে, এসএম শফির সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম খসরু প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।
শুভেচ্ছা বক্তব্য রাখবেন চলচ্চিত্র গবেষক আবদুল্লাহ জেয়াদ। আলোচনা অনুষ্ঠানের পর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য গুণীজন সম্মাননা প্রদান করা হবে। সবশেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।