স্পোর্টস ডেস্ক : বিপিএলে চলতি আসরে দারুণ ফর্মে আছেন ওয়াহাব রিয়াজ। ১২ উইকেট নিয়ে এখনো পর্যন্ত আসরের সেরা বোলার তিনি।
তবে আসরের মাঝপথেই ভিন্ন এক খবর পাকিস্তানি এই পেসার। পাকিস্তানের পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারে ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। বিপিএল শেষে শপথ গ্রহণ করবেন তিনি।
যদিও দায়িত্ব পেয়ে বেশ অবাকই হয়েছেন ওয়াহাব। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি। ওয়াহাব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। ’ বাঁহাতি এই পেসার এটাও জানান পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনো আলোচনা হয়নি তার।
বিপিএলে আজ থেকে শুরু হচ্ছে সিলেট পর্ব। আজ অবশ্য কোনো ম্যাচ নেই খুলনা টাইগার্সের। ওয়াহাব বল হাতে উজ্জ্বল থাকলেও ছন্দে নেই তার দল। কেননা ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট টেবিলের পাঁচে আছে খুলনা। আগামীকাল আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তারা।