মন্ত্রী-সচিবদের শীতলপাটি উপহার দিলেন প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বাংলাদেশের শীতলপাটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) স্বীকৃতি পাওয়ায় মন্ত্রিসভার সদস্য এবং মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত সচিবদের একটি করে শীতলপাটি উপহার দিয়েছেন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই শেখ হাসিনা সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি তাদের হাতে তুলে দেন। বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব জিয়াউল আলম বলেন, ‘মন্ত্রিসভা বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহমেদ মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য এবং সচিবদের শুভেচ্ছা স্মারক হিসেবে শীতলপাটি প্রদান করেন।’

পূর্ববর্তী নিবন্ধপিও, কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধহামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল তুরস্ক