মনোনয়নপত্র জমা দিলেন খাদ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ বুধবার। সকাল থেকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

সকাল ৯টা থেকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০ আসনের প্রার্থীরা। বিকাল ৫টা পর্যন্ত একটানা মনোনয়নপত্র জমা দেয়ার কার্যক্রম চলবে।

জানা যায়, সকাল ৯টায় মনোনয়নপত্র জমাদান কার্যক্রম শুরুর পরই ঢাকা-২ আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আর ঢাকা বিভাগীর কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটনের অন্তর্ভুক্ত ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত ১৫টি আসনের প্রার্থীরা।

ঢাকা -১২ আসনে বিএনপি প্রার্থী আনোয়ারুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

প্রসঙ্গত, রোববার ঢাকা-২ আসনে আ’লীগের মনোনয়ন পান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহ্বায়ক শাহীন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধসাদেক হোসেন খোকার ১০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধনির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় পার্লামেন্ট