মধ্যাহ্ন বিরতির আগে অজিদের সংগ্রহ ১৩১/১

পপুলার২৪নিউজ ডেস্ক :
সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া। পাঁচ দিনের এই ম্যাচে প্রথমদিনে লাঞ্চের আগে ১ উইকেটে ১৩১ রান সংগ্রহ করেছে অজি দল।

শেষ এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে ময়দানী লড়াইয়ে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এ দু’দল। শনিবার (২৫ মার্চ) চতুর্থ ও শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। বাংলাদেশ সময় সকাল ১০টায় এই ম্যাচটি শুরু হয়েছে।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমেই অজিরা ওপেনার ম্যাট রেনশ’র উইকেটটি হারায়। দ্বিতীয় ওভারের চতুর্থ ডেলিভারিতে দলীয় ১০ রানে রেনশ’কে সরাসরি বোল্ড আউট করে সাঝঘরে ফেরান উমেশ যাদব। তবে প্রাথমিক এই ধাক্কা সামলে ভালোভাবেই দলকে এগিয়ে নিয়ে চলেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও দলপতি স্মিথ।

ওয়ার্নার ৮টি চার ও ১টি ছয়ের মারে ৫৪ রান করে অপরাজিত আছেন। আর স্মিথ ১০টি চারের মারে ৭২ রান করে উইকেটের আরেক প্রান্ত আগলে রেখেছেন।

প্রসঙ্গত, পুনেতে সিরিজের প্রথম টেস্ট ৩৩৩ রানে জিতে অস্ট্রেলিয়া। ব্যাঙ্গালুরুতে পরের ম্যাচ ৭৫ রানে জিতে সিরিজে সমতা আনে ভারত। আর রাঁচিতে তৃতীয় টেস্ট হয় ড্র।

ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা বিধান করছে। সিরিজটি জয় করতে উন্মুখ হয়ে আছে দু’দলই। ফলে সিরিজের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারনী ম্যাচ।

ভারত দল : মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবেনশ্বর কুমার, করুন নায়ার, উমেশ যাদব ও কুলদীপ যাদব।

অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, স্টিভ ও‘কিফ, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ টেস্টে নেই কোহলি
পরবর্তী নিবন্ধফ্রান্সে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে আহত ৩