মধ্যরাতে পাপনের বাসায় সাকিব-হাথুরু

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দল ঘোষণা করা হবে আজ। একদিন পরই বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কারণ, ২৯ সেপ্টেম্বর ভারতের গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।

অথচ, এখনও বিশ্বকাপের দলই ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট দল। আজই হয়তো ঘোষণা করা হবে বিশ্বকাপের স্কোয়াড। তার আগে এই স্কোয়াডে কে থাকবে, কে না থাকবে তা নির্ধারণ নিয়ে জটিলতা বেড়েই চলছে বাংলাদেশ দলে। যে কারণে, সোমবার মধ্যরাতে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

দল ঘোষণায় নতুন জটিলতা তৈরি হয়েছে তামিম ইকবালকে নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে রাখা হয়েছিলো তাকে। প্রথম ম্যাচ তো খেলতেই পারেননি বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচ খেলেছেন শুধু। এরপর ইনজুরি সমস্যা দেখা দেয়ায় শেষ ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছেন। ফলে, তাকে রাখা হয়নি শেষ ম্যাচের দলে।

এদিকে সোমবার রাতেই জানা গেছে, বিশ্বকাপেও পুরোপুরি খেলতে পারবেন না তামিম। তিনি নাকি মাত্র ৫টি ম্যাচ খেলতে চেয়েছেন। নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমনটা জানিয়েছেন তিনি। কেউ কেউ একে বলছেন আবার, তামিম নাকি শর্ত দিয়ে বিশ্বকাপ খেলতে যেতে চান। যা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও।

 

সব মিলিয়ে জটিল অবস্থা তৈরি হওয়ার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক করেন কোচ এবং অধিনায়ক। তার আগেই বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন পাপন। সাকিব আল হাসান এবং চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে পাপনের আলোচনা শুরু হয় রাত ১১টা ৫০ মিনিটে। বৈঠক শেষে রাত সাড়ে ১২টায় বের হয়ে যান সাকিব আল হাসান।

মূলত তামিম যে পুরো ফিট নন, এটি বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের বিবেচনায় নিতে বলেছেন তিনি। গত শনিবার তামিম নিজেও জানিয়েছিলেন, তিনি পুরোপুরি ফিট নন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সময় ভুগেছেন অস্বস্তিতে। যে কারণে বিশ্বকাপে সব ম্যাচে খেলতে অপরাগতা জানিয়েছেন তামিম।

 

পূর্ববর্তী নিবন্ধবাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো শুরু বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধঅক্টোবরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা