মধ্যরাতে ঢাকা ছাড়লেন আরও ৩০১ মার্কিনি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:করোনাভাইরাসের আতঙ্কে চতুর্থ দফায় বাংলাদেশ ছাড়লেন আরও ৩০১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। মঙ্গলবার রাত পৌনে ১২ টায় ওমনি এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের একটি চার্টার্ড বিমান তাদের নিয়ে যায়। বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংনের উদ্দেশে । এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান।

তিনি বলেন, রাত ১১ টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ৩০১ জন মার্কিন নাগরিক নিয়ে বিশেষ বিমাননি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা ছিল। পরে কিছুটা বিলম্বে মধ্যরাতে ছেড়ে যায়।

করোনাভাইরাসে বিমান চলাচল সীমিত হওয়ার পর এ নিয়ে চার দফায় নিজ দেশে ফিরলেন ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন নাগরিক দেশে ফিরেছেন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ, মারা গেছেন ২৮০৩জন। ৮ লাখ ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মোট মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ।

পূর্ববর্তী নিবন্ধখালি গায়ে বালিশ পরে ভাইরাল নেহা
পরবর্তী নিবন্ধরোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আদা-রসুনের চা