মধুমতি নদীর করাল গ্রাসে কাশিয়ানী জয়বাংলা গ্রাম

হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

মধুমতি নদীর করাল গ্রাসে দক্ষিণ পারকরফা জয় বাংলা নামের গ্রামটি বিলীন হতে বসেছে। ভাংঙ্গন অব্যাহত থাকলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয় বাংলা নামের গ্রামটি একদিন হারিয়ে যাবে বাংলাদেশের মানচিত্র থেকে।
১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের সময় মধুমতি নদীর গতিপথ পরিবর্তন হয়ে পারকরফা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়। বর্বর পাক বাহিনী ও রাজাকারদের ভয়ে সাধারন মানুষ দেশ ছেড়ে ভারতের দিকে যেতে থাকে। তখন ওই এলাকার নাম হয়ে যায় জয়বাংলা। সরেজমিনে গিয়ে দেখাগেছে, কাশিয়ানী উপজেলার দক্ষিন পারকরফা জয়বাংলা এলাকায় নদী ভাংঙ্গনের চিত্র। মধুমতি নদীর করাল গ্রাসে এরই মধ্যে বাড়িঘর ও ফসলী জমি চলে গেছে নদীগর্ভে। ভাংছে বাড়িঘর, ভাংছে ফসলী জমি, ভাংছে ওই গ্রামের মানুষের কপাল। এ বছরে ও জয়বাংলা গ্রামের বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ওই গ্রামের ৬০ বছর বয়সী সাহেরা বেগম এবং ৪৫ বছর বয়সী ইকলাস সরদার জানান, প্রতি বছরই কারো না কারো বাড়ী নদী গর্ভে চলে যায়। অনেকের ঘরবাড়ি চলে যেতে দেখেছি। এবছরেও আমির সরদার, জমির সরদার, তৈয়ব আলী সরদার, আয়ুব হোসেন সরদার, ময়েন শেখ, আকরাম সেখ, মহসিন সেখ, রিপন খাঁন, শিপন খাঁন, মোসলেম শেখ, লায়েক শেক, সেলিম শেখ, মন্টু শেখ, আক্তার শেকের বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এছাড়া ওই এলাকার প্রায় ৪০/৪৫ একর ফসলী জমি ভেংঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত নদী ভাংগা মানুষ আজও কোন প্রকার সরকারী বা বেসরকারী সাহায্য সহযোগীতা পায়নি। পায়নি কোন প্রকার শান্তনা।
ওই এলাকার বাসিন্দা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রি সাথী ক্ষোভ প্রকাশ করে জানান, নদী ভংঙ্গনের বিষয়টি এলাকাবাসী বিভিন্ন জায়গায় জানালেও কোন প্রকার ফল হয়নি। এ পযর্ন্ত কোন জনপ্রতিনিধি বা প্রশাসনের কোন লোক ভাংঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসে নাই। সাহায্য সহোযাগীতা তো দুরের কথা, এদের খোজঁ খবর পযর্ন্ত নেয়নি কেউ। অচিরেই ব্যবস্থা না নিলে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে আরো অনেক বাড়িঘর ও ফসলী জমি, নিশ্চিহ্ন হয়ে যেতে পারে উপজেলার এই গ্রামটি। তখন এই এলাকার মানুষ কোথায় আশ্রয় খুজে পাবে ? মানচিত্রে থাকবেনা জয়বাংলা গ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে স্বাস্থ্য বিভাগ চলছে অর্ধেক জনবলে
পরবর্তী নিবন্ধজ্ঞানী হয়ে নির্বোধের মতো কথা বলবেন না, ফখরুলকে হাছান মাহমুদ