পপুলার২৪নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিল। তারা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়তে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে নেয়া হয়েছে স্তরে স্তরে নিরাপত্তার ব্যবস্থা। সহস্রাধিক ফোর্সকে তিনটি নিয়ন্ত্রণ সেক্টরে সাজানো হয়েছে। এই তিন সেক্টরের দায়িত্বে আছেন তিনজন অতিরিক্ত পুলিশ সুপার।
প্রতিটি ইউনিয়নে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, এক প্লাটুন বিজিবি, একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুরো উপজেলার নির্বাচনে সার্বিক দায়িত্বে আছেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
১৬টি মোবাইল টিম কাজ করবে ৮টি ইউনিয়নের সব ভোট কেন্দ্রে।
সুতরাং সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কারণ নেই। যে কোনও মূল্যে কার্যকর ও সুষ্ঠু ভোট গ্রহণের পরিবেশ বাজায় রাখা হবে।
ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।