পপুলার২৪নিউজ ডেস্ক:
ফুটবলের বরপুত্র লিওনেল মেসির শতাব্দির আলোচিত বিয়ে তো শেষ। ঘর-সংসার, সন্তানের পালা আগেভাগে শেষ করলেও বিয়ের পরের মধুচন্দ্রিমা তো করতেই হবে। এদিকে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি নবায়নের বিষয়টাও সবার চিন্তায় ঝড় তুলছে। তবে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডট কম’ জানায়, সেখান থেকে ফিরেই চলতি মাসের মাঝামাঝি সময়ে বার্সায় ফিরবেন। শেষ করবেন নতুন চুক্তির কাজ।
গত ৩০ জুন আর্জেন্টিনার রোজারিওতে অনুষ্ঠিত ওই বিয়েতে সাবেক ও বর্তমানের বার্সা সতীর্থদের মিলনমেলা বসেছিল। সেখানে ছিলেন কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, দানি আলভেস, স্যামুয়েল ইতো, জেরার্ড পিকে, নেইমার ও লু্ইস সুয়ারেজসহ অনেকে।
ইতিমধ্যে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো আর দুই ছেলে থিয়াগো ও মাতেওকে নিয়ে অ্যান্টিগা ও বার্বুডার দ্বীপপুঞ্জে হানিমুন করছেন মেসি। আগামী ১২ জুলাই ক্লাবের প্রাক মৌসুমের প্রস্তুতি সামনে রেখে ট্রেনিং গ্রাউন্ডে মেডিকেল পরীক্ষা দেবেন বার্সার খেলোয়াড়রা। এ কাজেই ফিরবেন মেসি।
বলা হচ্ছে, সব ঠিক থাকলে ২০২১ পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকবেন মেসি। নতুন চুক্তিতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন মেসি। ট্যাক্স পরিশোধের পরও বাৎসরিক বেতন হবে ২২ মিলিয়ন ইউরোর বেশি।
২০০৪ সালে বার্সার সিনিয়র টিমে মেসির আবির্ভাস ঘটে। এ তারকার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩০টি শিরোপা জিতেছেন। পাঁচ শোরও বেশি গোল করেছেন।