বিয়ের পর সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়ে প্রবল তুষারধসে আটক পড়েছিলেন টালিউড অভিনেত্রী পাওলি দাম ও তার স্বামী অর্জুন। আবহাওয়া ভীষণ খারাপ থাকায় পরে তাদের হেলিকপ্টার যোগে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ভারী তুষারপাতের কারণে আল্পসের জেরমাটে পাওলি-অর্জুনসহ অসংখ্য পর্যটক আটকা পড়েন। তুষারে ঢেকে যায় চারদিক। ফলে বের হওয়ার রাস্তা পাওয়া যাচ্ছিল না। পরে তাদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। প্রবল তুষারপাতে ট্রেন লাইন ঢাকা পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, তুষারধসে আটকা পড়া ৪০০ জন পর্যটনকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। আর কর্তৃপক্ষ বলছে, প্রায় ১৩ হাজার মানুষ তুষারধসে আটকা পড়ে। তবে বর্তমানে ভয়ের কিছু নেই। তুষারপাত কমতে শুরু করেছে এবং রাস্তা-ঘাট সচল হতে শুরু করেছে।
জেরমাট অঞ্চলে ১০ থেকে ১৩ ফুট পর্যন্ত তুষার জমেছে বলেও জানায় স্থানীয় আবহাওয়া অধিদফতর।