মধুখালীতে প্রতিমা ভাঙচুর, মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ভাটি গোপালদী কর্মকার পাড়া বটতলা রক্ষাচণ্ডী কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই মন্দিরের রক্ষাচণ্ডী  কালী প্রতিমাসহ তিনটি প্রতিমা ভাঙচুর করে মন্দিরে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আজ বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত মন্দির দেখতে যান ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কার ও দোষী ব্যক্তিদের খুঁজে বের করে  আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শতবর্ষের পুরনো এ মন্দিরে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা-অর্চনা করে আসছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে কে বা কারা মন্দিরে ঢুকে তিনটি প্রতিমা ভাঙচুর করে খড়ে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মন্দির কমিটির সভাপতি অশোক কর্মকার ও সম্পাদক তপন রায় বলেন, “রাতে কে বা কারা রক্ষাচণ্ডী কালী প্রতিমাসহ তিনটি প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। আমরা খবর পেয়ে আজ বুধবার সকালে গিয়ে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  অগ্নিসংযোগের চেষ্টার বিষয়টি দেখতে পাই। ” রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতালেব মৃধা বলেন, “আমার ইউনিয়নে মোট  ৪৫টি মন্দির রয়েছে। এ ধরণের ঘটনা এটিই প্রথম। ”

মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন বলেন, “একটি দুষ্টচক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর তদন্ত চলছে। ” এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত  মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এদিকে,  খবর পেয়ে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার ভিশন-২০৩০ ভাঁওতাবাজি:নৌমন্ত্রী
পরবর্তী নিবন্ধনবীগঞ্জে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে স্কুলছাত্র নিহত