মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হলেন টালিউড অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে তিনি মত্ত অবস্থায় সায়েন্স সিটির সামনে রেড সিগন্যাল ব্রেক করেন৷ এরপরই বেপরোয়া গাড়ি চালিয়ে চলে যান তিনি।
অভিযোগ, তাকে বাধা দিতে গেলে এক পুলিশ কর্মীর হাতে ধাক্কা দিয়ে পালিয়ে যান অভিনেত্রী। পরে পিসি চন্দ্র গার্ডেনের সামনে পুলিশের হাতে ধরা পড়ে যান মৌমিতা।ইনহেলার চেক করার সময় ধরা পড়ে গাড়ি চালানোর সময় মত্ত অবস্থায় ছিলেন অভিনেত্রী। রুবি মোড়ের কাছে ট্রাফিক জ্যামে তিনি আটকে পড়লে তাকে গ্রেপ্তার করে ময়দান থানার পুলিশ। তিনি গাড়িতে একাই ছিলেন।
এর আগে এরকম ঘটনার সাক্ষী হয়েছে মহানগরের রাতের রাজপথ। সম্প্রতি অভিনেতা বিক্রমের বেপরোয়া গাড়ি ধাক্কা মারে রাসবিহারী মোড়ের কাছে রাস্তার রেলিংয়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় জনপ্রিয় মডেল সোনিকা সিংয়ের৷ গুরুতর আঘাত পান বিক্রম চট্টোপাধ্যায়।
টালিউড অভিনেতা অভিনেত্রীদের বেপরোয়া জীবন কি একমাত্র দায়ী এইসব ঘটনার জন্য? উঠছে এই প্রশ্ন৷ অভিনেত্রী মত্ত ছিলেন৷ তাঁর বেপরোয়া গাড়ি চালানোর জেরে এক সঙ্গে বহু পথ চলতি মানুষের মৃত্যু হতে পারতো।
বিশেষ করে পূজার সময়ে এখন অনেক রাস্তায় ভিড়। সূত্র: কলকাতা