মণিপুরে ৩ নারীকে বিবস্ত্র করে হাঁটানো, যা ঘটেছিল সেদিন

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর রাজ্যে ৩ নারীকে বিবস্ত্র করে ঘোরানো এবং তাদের একজনকে গণধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টরা ভুয়া খবরে উত্তেজিত হয়ে এই ঘটনা ঘটিয়েছিলেন। মণিপুর পুলিশের প্রাথমিক তদন্তে এ তথ্য জানা গেছে।

পুলিশের একাধিক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, জনজাতি অধ্যুষিত রাজ্য মণিপুরের সহিংসতার শিকার ওই ৩ নারী এবং তাদের ওপর হামলাকারীরা পরস্পর ভিন্ন জাতিগোষ্ঠীর। গত ৩ মে মণিপুরে দাঙ্গা শুরু হওয়ার পর হামলা থেকে বাঁচতে তারা রাজধানী থেকে বেশ দূরের থৌবল জেলার নংপোক সেংমাই থানার একটি গ্রামে আশ্রয় নেন। থানা থেকে ওই গ্রামটির দূরত্ব কয়েক কিলোমিটার।

কর্মকর্তারা জানান, ঘটনার আগের দিন ছড়িয়ে দেওয়া হয়েছিল, ওই নারীরা যে জনগোষ্ঠীর— সেই গোষ্ঠীর কয়েকজন পুরুষ হামলাকারীদের জনগোষ্ঠীর একাধিক নারীকে ধর্ষণ করেছেন, যা ছিল আসলে গুজব বা ভুয়া সংবাদ। তার প্রতিশোধ নিতেই ওই নারীদের ওপর হামলা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা।

হামলার শিকার আদিবাসী সেই দলটিতে সদস্য ছিলেন মোট ৫ জন। এরা হলেন ৫৬ ও ১৯ বছর বয়সী ২ পুরুষসহ এবং ৩ জন নারী, যাদের বয়স যথাক্রমে ২১, ৪২ এবং ৫২। এই ৫ জনের মধ্যে ২ পুরুষ ও ২১ বছরের ওই নারী এক পরিবারের সদস্য। ওই তরুণী এবং ১৯ বছরের সেই তরুণ সম্পর্কে ভাইবোন এবং ৫৬ বছর বয়সী পুরুষটি ছিলেন তাদের পিতা।

যে গ্রামে তারা আশ্রয় নিয়েছিলেন, পরের দিন ৪ মে সেখানে দুষ্কৃতিকারীরা হামলা চালায় এবং নির্বিচারে হত্যা-লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করতে থাকে। এ সময় তাদের অনেকের হাতেই একে ৪৭, ইনসাস ও এএলআরসহ আধুনিক অস্ত্রশস্ত্র ছিল। হামলা থেকে বাঁচতে ওই ৫ জন গ্রামের পাশে একটি জঙ্গলে আশ্রয় নেন। পরে নংপোক সেংমাই থানার পুলিশ সদস্যদের একটি দল উদ্ধার করে থানার পথে রওনা হন।

কিন্তু মাঝপথে হামলাকারীদের একটি দল পুলিশের গাড়ি ঘিরে ফেলে তার গতিরোধ করে ওই ৫ জনকে ছিনিয়ে নেয় এবং প্রথমেই ৫৬ বছর বয়সী ব্যক্তিকে হত্যা করে, তারপর তারা ওই তিন নারীকে বিবস্ত্র অবস্থায় হাঁটতে বাধ্য করে। এ সময় বোনকে বাঁচাতে ১৯ বছরের তরুণটি এগিয়ে এলে তাকেও হত্যা করে দুষ্কৃতিকারীরা।

নারীদেরকে হাঁটিয়ে একটি মাঠের দিকে নিয়ে যাওয়া হয়। তবে তাদের ৩ জনই গণধর্ষণের শিকার হননি। দুষ্কৃতিকারীদের কয়েক জনের সঙ্গে পরিচয় থাকায় ধর্ষণের হাত থেকে বেঁচে যান ৪২ ও ৫২ বছরের দু’জন।

কিন্তু ২১ বছরের ওই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। যে মাঠে ঘটনাটি ঘটেছিল, নংপোক সেংমাই থানা থেকে তার দূরত্ব মাত্র ২ কিলোমিটার। ওই নারীদের নগ্ন করে হাঁটতে বাধ্য করা ও মাঠের দিকে নিয়ে যাওয়ার ভিডিও গত বুধবার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দুষ্কৃতিকারীরা চলে যাওয়ার পর কঙ্গলকপি জেলার সাইকুল থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করেন ওই তরুণী। প্রসঙ্গত, ‘সাধারণ এফআইআর’ বলে, ঘটনাস্থল যে থানা এলাকায়, এফআইআর দায়ের করতে হবে সেখানেই। কিন্তু ‘জ়িরো এফআইআর’ যে কোনও থানায় দায়ের করা যায়। অপরাধের ঘটনা যে থানার এলাকাতেই ঘটুক, ওই থানা অভিযোগ তখন সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেয়। অর্থাৎ, এই ধরনের অপরাধের ক্ষেত্রে নির্যাতিতা বা তার পরিবারের লোকদের ঘটনাস্থলের থানায় যেতে হয় না।

তবে মণিপুর পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে—‘জিরো এফআইআর’ করার পরও গত আড়াই মাসে অপরাধীদের ধরতে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তাদের তৎপরতা শুরু হয়েছে বুধবার থেকে, সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর। ইতোমধ্যে ভয়াবহ সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

বৃহস্পতিবার মণিপুরের একটি আদালতে ধর্ষণ-নিগ্রহের শিকার ওই নারী জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন তানভীর হাসনাইন মইন
পরবর্তী নিবন্ধময়মনসিংহে রজব আলী হত্যায় তিন ভাইসহ ৭ জনের যাবজ্জীবন