মঠবাড়িয়ায় অপহৃত শিশু উদ্ধার, পলাতক দুলাভাই

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় রিয়া আক্তার নামে সাত বছর বয়সী অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র দের নেতৃত্বে একদল পুলিশ আজ সোমবার সকালে পার্শ্ববর্তী বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজার থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গত শুক্রবার শিশুটির সাবেক আপন দুলাভাই রাসেল হাওলাদার পূর্ব বিরোধের জের ধরে রিয়াকে অপহরণ করে নিয়ে যায়।

জানা গেছে, রিয়া উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের কামাল ঘরামীর মেয়ে ও মঠবাড়িয়া পৌর শহরের থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে রিয়ার বড় বোন কেয়া আক্তারের স্বামী পাশ্ববর্তী কুমিরমারা গ্রামের রাসেল হাওলাদার রিয়াকে নতুন জামা কিনে দেওয়ার প্রলোভন দিয়ে বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। সম্প্রতি রিয়ার বড় বোনের সাথে রাসেলের সংসার ভেঙে যায়। এর জের ধরে রাসেল রিয়াকে পরিকল্পিতভাবে অপহরণ করে। শিশুটিকে অপহরণের পর রাসেল মোবাইল ফোনে রিয়ার পরিবারকে জানায় কেয়াকে তার সঙ্গে পুনরায় বিয়ে না দিলে সে রিয়াকে আর প্রাণে ফেরত দিবে না। এ ঘটনার পরদিন রিয়ার মা লাইলী আক্তার বাদী হয়ে রাসেলকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা করেন। অভিযুক্ত রাসেল উপজেলার কুমিরমারা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।

এদিকে উদ্ধারকৃত শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য আজ সোমবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার শিশুটিকে আদালতে প্রেরণ করা করা হবে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) কাজী শাহ নেওয়াজ জানান, পুলিশ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আজ সোমবার সকালে পাশ্ববর্তী বামনা থানার ডৌয়াতলা ইউনিয়ন বাজার এলাকায় শিশুটি রয়েছে মর্মে জানতে পেরে তাকে উদ্ধার করা হয়। অভিযুক্ত অপহরণকারী রাসেল পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধরৌমারীতে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধমহিলা সিটে পুরুষ বসলে জেল-জরিমানা