মঞ্চে আসছে ফরাসি দূতাবাসের ‘হ্যাপি ডেইজ’

রাজু আনোয়ার:

অ্যাবসার্ড নাটকের জন্য বিখ্যাত, ‘ওয়েটিং ফর গডো’ খ্যাত নোবেলবিজয়ী নাট্যকার স্যামুয়েল বেকেটের লেখা আলোচিত নাটক ‘হ্যাপি ডেজ’।স্যামুয়েল বেকেটের লেখা ‘হ্যাপি ডেইজ’ বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী ও শাহীন কবীর।

শুভাশিস সিনহা ও জ্যোতি সিনহা অভিযোজন ও সম্পাদনায় নাটকটি মঞ্চে নিয়ে আসছে ফরাসি দূতাবাস।১ ঘণ্টা সময় ব্যাপ্তির নাটকটির মঞ্চ, আলো, সংগীত পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। আগামী ৩১ জানুয়ারি জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির কারিগরি এবং ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় একই হলে দর্শনীর বিনিময়ে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

‘হ্যাপি ডেইজ’ নাটকে উইনি নামের এক নারীর নিঃসঙ্গ কিন্তু স্বপ্নময় জীবনের দৈনন্দিন সব ছেলেখেলার মতো ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মানুষের এক অভিনব মানসপটকে আঁকা হয়েছে। পুরো নাটকে উইনি তার স্বামী উইলির সাথে অনর্গল কথা বলে যায়, প্রলাপের মতো। নস্টালজিয়া, অভিযোগ, আকাঙ্ক্ষা কিন্তু সবকিছু ছাপিয়ে তার শরীর-মনের তীব্র প্রেম আকুতি।
মূল টেক্সটে দু’একটি সংলাপের মধ্য দিয়ে অথর্ব, অক্ষম পুরুষ-চরিত্র উইলি উপস্থিত থাকলেও এ প্রযোজনায় তাকে অনুপস্থিত রাখা হয়েছে। কিন্তু স্ত্রী উইনির ঘণ্টাব্যাপী কথা-ক্রিয়ার মধ্যে সে বর্তমান থাকে। সে জীবিত নাকি মৃত, সে প্রশ্নের মীমাংসাও হয়তো হয় না। কিন্তু উইনি তাকে নিয়ে জীবনের এক আনন্দময় দিনের স্বপ্ন দেখে চলে, তাকে নিজের মতো করে সাজিয়ে চলে, যা কোনোদিনই তার জীবনে আসে না।

 

পূর্ববর্তী নিবন্ধ‘ফাগুন হাওয়ায়’ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
পরবর্তী নিবন্ধবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ৪ গুনী