মজাদার বিফ রেজালার রেসিপি

পপুলার২৪নিউজ ডেস্ক:
গরুর মাংসের তৈরি বিভিন্ন খাবার বহু মানুষেরই খুব প্রিয়। চলুন, আজ জেনে নিই বিফ রেজালার দারুণএকটা রেসিপি।

উপকরণ:
গরুর মাংস ১ কেজি
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১/২ টেবিল চামচ
ধনে গুঁড়ো ১ টেবিল চামচ
মরিচ গুঁড়ো ১/২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১/২ টেবিল চামচ
বেরেস্তা ১ কাপ
টক দই ১/৪ কাপ
মিষ্টি দই ১/৪ কাপ
ঘি ১/৪ কাপ
তেল ১/৪ কাপ
গোটা গরম মশলা ৪/৫ টি করে
তেজপাতা ২ টি
কাজু বাদাম ৫ টি
কাঁচামরিচ ১০/১২ টি
লবণ স্বাদমত

প্রস্তুত প্রণালী:
১. টকদই, মিষ্টি দই, কাজু বাদাম ও বেরেস্তা একসাথে ব্লেন্ড করে রাখুন। সব বাটা ও গুড়া মশলা সামান্য পানি ও লবণ দিয়ে গুলে রাখুন।
২. হাঁড়িতে তেল ও ঘি গরম করে তাতে তেজপাতা ও গোটা গরম ফোঁড়ন দিয়ে গুলে রাখা মশলা দিয়ে কষান। তারপর মাংস দিয়ে কষিয়ে ৩০ মিনিটের জন্য ঢেকে দিন। কোন পানি দেবেন না। অল্প আঁচে রেখে দিন, মাংস থেকে পানি বের হয়ে আস্তে আস্তে মাংস নরম হবে। শুধু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন।
৩. এবার মাংস সিদ্ধ করার জন্য পরিমান মত পানি দিয়ে ঢেকে দিন।
৪. ৩০ মিনিট পর বেরেস্তার মিশ্রন ও কাঁচামরিচ দিয়ে নেড়ে আরও ১০ মিনিটের জন্য ঢেকে দিন। এবার কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ফেলুন।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী সমিতি নির্বাচন:পুনরায় ভোট গণনা চলছে
পরবর্তী নিবন্ধনাটোরে বেড়েই চলছে সব ধরনের চালের দাম, বিপাকে খেটে খাওয়া মানুষ