মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন

পপুলার২৪নিউজ ডেস্ক:
33ইউরোপীয় পার্লামেন্টে মঙ্গলবার নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পদের জন্য কমপক্ষে সাত জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান প্রতিদ্বন্দ্বিদের মধ্যে ইতালির দুইজন ও বেলজিয়ামের এক প্রার্থী রয়েছেন।
বর্তমান প্রেসিডেন্ট মার্টিন শুলজ ইইউ’র একমাত্র নির্বাচিত সংস্থার প্রধানের পদ থেকে পদত্যাগ করে নিজে দেশের রাজনীতিতে ফিরছেন। ফলে ইউরোপীয় পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
ফ্রান্সের স্ট্রাসবার্গ নগরীতে ইউরোপীয় পার্লামেন্টে ৭শ ৫১ জন এমপি গোপন ব্যালটের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। নির্বাচনে ইতালির রাজনীতিবিদ অ্যান্টোনিও তাজানি জয়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধইতালির সাবেক সুন্দরীকে অ্যাসিড নিক্ষেপ
পরবর্তী নিবন্ধযশোরে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২