ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকা

 পপুলার২৪নিউজ ডেস্ক:

আমেরিকার নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন পর্যন্ত বিস্তীর্ণ অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে।  ট্রাম্পের দেশ যখন কাঁপছে বাংলাদেশে তখন শুক্রবার ভোর।

এতে প্রায় দশটি রাজ্যে কম্পন অনুভূত হয়।স্থানীয় সময় বৃহস্পতিবার ( বাংলাদেশ সময় শুক্রবার) বিকেলের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১।

ভূমিকম্প গবেষণা সংস্থা ইউএসজিএসের মতে, এই কম্পনের উৎসস্থল ছিল ডেলওয়ারে এলাকা। ডেলওয়ারের উপসাগরীয় এলাকা থেকে উত্তর-পশ্চিমে ছয় কিলোমিটার দূরে ডোভারে প্রথম অনুভূত হয় কম্পন। এরপর তা আরও পশ্চিমে ছড়িয়ে পড়তে থাকে।

এত বড় মাপের ভূমিকম্প গত দেড় দশকে আমেরিকায় হয়নি। আরও বড় কথা হচ্ছে উপসাগরীয় অঞ্চলে আগে থেকে কোনও সুনামি সতর্ক বার্তাও দেওয়া হয়নি। স্বভাবতোই সেই কারণে এত বড় মাপের বিপর্যয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র দেশ জুড়ে।

ইউএসজিএসের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪.৪৫ টার দিকে ভূমিকম্প হয়। ডেলওয়ারে ছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউ জার্সি, পেনসিলভানিয়া এবং কানেক্টিকাট।

 

পূর্ববর্তী নিবন্ধউত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নয়, প্রয়োজন আলোচনা : রাশিয়া
পরবর্তী নিবন্ধশুধু মাহিরা নয়, আরও এক মেয়ের সাথে লন্ডনে সময় কাটান রণবীর